North24Paragana1

Mar 07 2023, 10:56

পানিহাটির ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে আজ অনুষ্ঠিত হল বসন্ত উৎসব


উত্তর ২৪ পরগনা: পানিহাটি পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে আজ সোদপুর উদয়ন সংঘের মাঠে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। সকাল থেকেই বসন্ত উৎসব ঘিরে সমস্ত বয়সী মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

আবৃতি নৃত্য সঙ্গীতের মধ্যে দিয়ে বসন্ত উৎসবের আনন্দে মেতে উঠলেন ৮ থেকে ৮০ সমস্ত বয়সী মানুষ। এদিনের বসন্ত উৎসবের অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন পানিহাটি পৌরসভার পৌর প্রতিনিধি, ঘোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট জনীরা।

North24Paragana1

Mar 07 2023, 10:47

৫০০ বছরেরও পুরোনো শ্যামসুন্দর জিউয়ের দোল উৎসব ঘিরে পুণ্যার্থীদের ঢল


উত্তর ২৪ পরগনা: প্রায় ৫০০ বছরেরও প্রাচীন শ্যামসুন্দর জিউয়ের দোল উৎসব ঘিরে পুণ্যার্থীদের ঢল। মঙ্গলবার ভোর রাত থেকে খড়দহ ফেরিঘাট সংলগ্ন দোল মঞ্চে শ্যামসুন্দরের দোল উৎসব অনুষ্ঠিত হল। এদিনের এই উৎসবে দূর দূরান্ত থেকে আশা পূর্ণ্যার্থীরা শ্যামসুন্দর বিগ্রহের পায়ে আবির ছুঁয়ে পরিবারের মঙ্গল কামনা করলেন।

৮ থেকে ৮০ সমস্ত মানুষ এদিন দোল মঞ্চ প্রাঙ্গনে দোল উৎসবে মেতে ওঠেন। একে অপরকে রংবেরঙের আবির মাখিয়ে কুশল বিনিময়ে করেন। উৎসব উৎসব ভিড়ে রক্ত সমাগমে গমগম করছিল দোলমন চত্বর। করোনা আবহাওয়া কাটিয়ে শ্যাম সুন্দরের দোল উৎসব এক অন্য মাত্রা পেয়েছে। নিরাপত্তা নিশ্চিদ্র করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তৎপরতা ছিল চোখের পড়ার মতো।

North24Paragana1

Mar 07 2023, 09:02

মিলল দিদির সুরক্ষা কবজের সুফল, খুশি এলাকার বাসিন্দারা


উত্তর ২৪ পরগনা: "দিদির সুরক্ষা কবজ" কর্মসূচিতে গিয়ে এলাকার মানুষদের পানীয় জলের সমস্যার কথা শুনেছিলেন মিনাখাঁর বিধায়িকা ও স্থানীয় তৃণমূলের কর্মীরা। এলাকার মানুষদের সেই সমস্যার কথা শোনার পরপরই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জানানোর পর তড়িঘড়ি এলাকায় শুরু হল পানীয় জল প্রকল্পের কাজ।

গত কয়েকদিন আগে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিকে সামনে রেখে মিনাখাঁর তিন নম্বর ব্লক এলাকায় যান মিনাখাঁ বিধানসভার বিধায়িকা ঊষা রানী মন্ডল, মিনাখাঁ দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাজউদ্দিন মোল্লা, মিনাখাঁ বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল সহ আরো অনেকে। সেই দিন তিন নম্বর চৈতল এলাকায় যাওয়া মাত্রই এলাকার মানুষেরা বিধায়িকা ও তৃণমূল কর্মীদের পানীয় জলের কষ্টের কথা শুনিয়েছিলেন।

পানীয় জলের সেই কষ্টের কথা শোনা মাত্রই বিধায়িকা ও তৃণমূলের কর্মীরা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জানিয়েছিলেন সমস্যার কথা। সেই সমস্যার কথা জানা মাত্রই নড়েচড়ে বসে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। অবশেষে তিন নম্বর চৈতল এলাকায় অনুমোদন হয় পানীয় জল প্রকল্পের। সোমবার সেই পানীয় জল প্রকল্পের শুভ সূচনা করেন তৃণমূলের কর্মীরা। এদিন তিন নম্বর চৈতল এলাকায় এই পানীয় জল প্রকল্পের শুভ সূচনা করেন মিনাখাঁ ২ নম্বরে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাজ উদ্দিন মোল্লা।

ফিতে কেটে এ দিন এই প্রকল্পের শুভ সূচনা করেন তিনি। "জল জীবন মিশন " প্রকল্পের মধ্য দিয়ে প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে এই এলাকায় তৈরি করা হবে । তৈরি করা হবে বড় মাপের একটি জলের ট্যাঙ্ক। আগামী এক বছরের মধ্যে এই জলের ট্যাঙ্ক তৈরির কাজ সমাপ্ত হলেই পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে পরিশুদ্ধ পানীয় জল এমনটাই জানান ওই তৃণমূল নেতা তাজ উদ্দিন মোল্লা।

এই প্রসঙ্গে ওই তৃণমূল নেতা তাজ উদ্দিন মোল্লা বলেন,'দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে এসে মানুষের সমস্যার কথা শুনেছিলাম।ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর পরই তারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন। সেইমতো এই প্রকল্পের শুভ সূচনা করলাম। আশা করি এক বছরের মধ্যে এলাকার মানুষদের সারা জীবনের মতো পানীয় জলের সমস্যা মিটে যাবে"।

North24Paragana1

Mar 06 2023, 18:36

কামারহাটিতে সিপিএম,বিজেপি ও কংগ্রেসের অশুভ আঁতাতের বিরুদ্ধে তৃণমূলের "ধিক্কার মিছিল"


উত্তর ২৪ পরগনা: কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের ডাকে রথতলা মোড় থেকে সিপিএম,বিজেপি ও কংগ্রেসের অশুভ আঁতাতের বিরুদ্ধে তৃণমূলের "ধিক্কার মিছিল"। মিছিলে অংশগ্রহণ করেন দমদমে সাংসদ সৌগত রায়, কামারহাটির বিধায়ক মদন মিত্র, কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা সহ তৃণমূল নেতৃত্ব। গতকালই এক মঞ্চ থেকে সিপিএমকে হুঁশিয়ারি দিয়েছিলেন মদন মিত্র। তারপরে আজ ধিক্কার মিছিল। মিছিল থেকে সিপিএমকে হুমকি মদন মিত্রের। সিপিএম আবার আস্তিন তোলার চেষ্টা গুটিয়ে দেবো। সিপিএম কংগ্রেস বিজেপিকে নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে ঘরে ঢুকিয়ে দেবো।

কৌস্তুভ বাগচী নিয়ে বলেন, ওর ন্যাড়া হয়েছে ওর মাথায় কালকে ঘোল ঢালা হবে, তার জন্য প্রচুর ঘোল প্রস্তুত করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে শুভেন্দু চিঠি দেওয়া প্রসঙ্গে বলেন, নির্লজ্জ বেহায়া শুধুমাত্র জেলে যাওয়ার ভয়ে নারোদার টাকা হাতে নিয়ে বিজেপিতে যোগদান করেছে। চ্যালেঞ্জ করছি পঞ্চায়েতে ৯৮ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসল তৃণমূল থাকবে কেউ থাকবে না।

North24Paragana1

Mar 06 2023, 18:34

যুবসমাজকে মাঠ মুখী করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ উদ্যোগ


উত্তর ২৪ পরগনা:বর্তমানে ডিজিটাল দুনিয়ায় খেলাধুলার প্রতি আকর্ষণ হারিয়েছে যুবসমাজ। মাঠে গিয়ে খেলাধুলার প্রতি টান কমেছে অনেকেরই। তবে যুবসমাজকে মাঠ মুখী করতে উদ্যোগী হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। মাঝে মাঝেই অশান্তির খবর উঠে আসে ভাটপাড়া জগদ্দল এলাকা থেকে। এবার সেই ভাটপাড়াতেই অভিনব ভাবে কবাডি প্রতিযোগিতার আয়োজন করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ভাটপাড়া থানার আইসি অনুপম মন্ডলের তত্ত্বাবধানে গোটা কবাডি প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হয় কাকিনাড়া জুটমিল লাইনে। মূলত ড্রাগমুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি মনোযোগ বাড়ানোর উদ্দেশ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মহিলা বিভাগের কবাডি প্রতিযোগিতায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ডিসি নর্থ শ্রীহরি পান্ডে, এসিপি জগদ্দল সুব্রত মন্ডল ও অন্যান্য পুলিশ কমিশনারেটর শীর্ষ আধিকারিকরা। খেলার মাঠে এসে কমিশনার জানান, 'আমরা প্রথম বছর এই কবাডি প্রতিযোগিতার আয়োজন করলাম।

কবাডি খেলা ঘিরে এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ উন্মাদনা ছিল তুঙ্গে। এখন থেকে প্রতিবছর এই খেলার আয়োজন করবে পুলিশ কমিশনারেট।" তবে সব মিলিয়ে কবাডি খেলা ঘিরে প্রবল উৎসাহ লক্ষ্য করা গেল কাকিনাড়া চত্বরের সাধারণ মানুষের চোখে মুখে।

North24Paragana1

Mar 06 2023, 18:32

কৌস্তব বাগচির কে সামাজিক বয়কটের ডাক দিয়ে ব্যারাকপুরে বিভিন্ন জায়গায় পোস্টার


উত্তর ২৪ পরগনা: এবার আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তব বাগচি কে সামাজিক বয়কটের ডাক দিয়ে পোস্টার পড়লো ব্যারাকপুরের বিভিন্ন জায়গায়। ব্যারাকপুরবাসির ব্যানারে কারা এই পোস্টার মারলো তাই নিয়ে চাঞ্চল্য ব্যারাকপুর জুড়ে।

তবে কৌস্তব বাগচির অভিযোগ এই পোস্টার তৃনমুল লাগিয়েছে।তৃনমুল ভয় পাচ্ছে তাই এই পোস্টার লাগিয়েছে। তার উত্তর তিনি গানের মধ্য দিয়ে সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।তবে ব্যারাকপুর পুরসভা চেয়ারম্যান উত্তম দাস জানান, এই কাজ তৃণমুলের কেউ করেনি।তবে যেই এই পোস্টার মারুক ঠিক কাজ করেনি।এই ভাবে কাউকে সামাজিক বয়কটের ডাক দেওয়া উচিত নয়।

North24Paragana1

Mar 06 2023, 18:29

দোল ও হোলিতে অপ্রীতিকর ঘটনা রুখতে সজাগ ও সতর্ক বারাকপুর পুলিশ কমিশনারেট


উত্তর ২৪ পরগনা: বিগত বছরেও দেখা গিয়েছে দোল ও হোলি উৎসবে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় অশান্তি ও গণ্ডগোলের ঘটনা।আর সেই ঘটনার এই বছর পুনরাবৃত্তি যেন না ঘটে,সেই দিকে সজাগ ও সতর্ক ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।এবছর দোল ও হোলিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিভিন্ন থানার অন্তর্গত এলাকায় কোনরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই দিকে নজর রাখতে বলা হয়েছে ।

পাশাপাশি, বিভিন্ন থানা এলাকায় পেট্রোলিং পুলিশের গাড়ি ঘুরবে।বাইকে করেও ছোট ছোট দলে ভাগ হয়ে এলাকায় পুলিশের টহলদারি চলবে।পুলিশের সাথে মহিলা উইনারস টিমও থাকবে। যাতে কোন মহিলা সংক্রান্ত গন্ডগোল না ঘটে,এমনটাই জানালেন বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া।

North24Paragana1

Mar 06 2023, 11:42

ভাটপাড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীদের পথ অবরোধ, এলাকাথেকে ডাম্পিং স্টেশন সরানোর দাবিতে


উত্তর ২৪ পরগনা : ভাটপাড়া পৌরসভার সমস্ত জঞ্জাল ফেলা হয় ১৩ নম্বর ওয়ার্ড আর্য সমাজ এলাকার ডাম্পিং গ্রাউন্ডে। সেখানে জমে গেছে জঞ্জালেস স্তূপ। কে বা কারা মাঝেমধ্যেই আগুন লাগিয়ে দেয় সেখানে ফলে এলাকায় ভরে যায় ধোঁয়ায় ও ছাইতে । অসুস্থ হয়ে পড়ছে শিশু বৃদ্ধারা ।শ্বাসকষ্ট হচ্ছে অনেকের। পৌরসভা কে জানিও কোন ফল হয়নি। বিষয়টি সাংসদ অর্জুন সিং কে জানানো হলে তিনি বলেন, পৌরসভা যদি সে এলাকা পরিষ্কার না করে তাহলে তিনি দাঁড়িয়ে থেকে ব্যবস্থা নেবেন।

আজ এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যায় ধোয়ার জন্য তারা বাড়িতে থাকতে পারছে না অবিলম্বে পরিষ্কার করতে হবে ডাম্পিং গ্রাউন্ড এবং সেখান থেকে সরিয়ে নিতে হবে। ভাটপাড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আর্য সমাজ রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা।

ঘটনাস্থলে আসে বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি এলাকার মানুষদের আশ্বস্ত করেন ছয় মাসের মধ্যে সমস্ত ময়লা সেখান থেকে সরিয়ে ফেলা হবে। এরপর এলাকাবাসীরা তাদের অবরোধ তুলে নেয় আশ্বাস দেওয়ার পর।

North24Paragana1

Mar 05 2023, 19:24

বরানগরে সি,পি,এম এর মিছিলে কৌস্তভের উপস্থিতি


উত্তর ২৪ পরগনা: গ্যাসের মূল্যবৃদ্ধি ও সাগরদিঘীতে জোট প্রার্থীর জয় উপলক্ষ্যে বরানগর বিধানসভা এলাকায় কংগ্রেস ও সিপিএমের যৌথ মিছিল অনুষ্ঠিত হয়ে গেল। মিছিলে পা মেলালেন সিপিএমের তন্ময় ভট্টাচার্য ও কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী, বরানগর টবিন রোড থেকে মিছিল শুরু হয়ে গোপাল লাল ঠাকুর রোড হয়ে শেষ হয় ডানলপ মোড়ে।

North24Paragana1

Mar 05 2023, 19:23

ভাটপাড়ায় বসন্ত উৎসবের সূচনা করলেন সাংসদ অর্জুন সিং


উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ সুন্দিয়া হাই স্কুলের মাঠে বসন্তের রঙে রাঙিয়ে 'এম পি উৎসবে'র সূচনা হল। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়।  তাছাড়া গোলঘর পার্কের সামনে থেকে সুন্দিয়া মাঠ পর্যন্ত বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, নৈহাটি ব্লক তৃণমূল সভাপতি রানা দাসগুপ্ত, বীজপুরের তৃণমূল নেতা সুজিত দাস, সোমা দাস, কাউন্সিলর সত্যেন রায়-সহ বিশিষ্ট জনেরা।